ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ১ম ইফতার ও দোয়া মাহফিল
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ আটক-০২
আমরা চাই ঢাকা হোক ‘ন্যায্যতার শহর’: পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক
প্যারিসে আয়োজিত পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়েছেন ডিএনসিসি প্রশাসক
জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলেন সাংবাদিকতার পাশাপাশি বিএনপি’র নেতা… শিমুল 
দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে:-আবু সুফিয়ান মুক্তার
ফুলবাড়ীতে থাউজেন্ট হসপিটালাস্ এর উদ্যোগে মাঝে ইফতার বিতরণ
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম
রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধায় এবি পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
শংকরপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা
সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

নান্দাইলে চাচা-ভাতিজার ক্ষোভে ৭০ শতাংশ জমির ফসল বিনষ্ট

ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই শেখের ডাংগর গ্রামের চাচা-ভাতিজার জমি সংক্রান্ত ক্ষোভে ৭ কাঠা (৭০ শতাংশ) জমির কৃষি ফসল কেটে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। মরিচ, রসুন, বেগুন ও টমেটো গাছ কেটে ক্ষতিগ্রস্থ করায় দিশেহারা সহ আতংকে রয়েছে ভোক্তভোগী আব্দুল হাই এর পরিবার।জানাগেছে, শেখের ডাংগর গ্রামের আব্দুল হাই (৮০) ও মৃত ওয়াহেদ আলী তাঁরা দুইভাই। চাচা আব্দুল হাই দুই বছর পূর্বে তাঁর বাড়ির জায়গা থেকে ১৮ শতক জমি তাঁর বিবাহিত মেয়ে মনোয়ারা ও হারুনার নামে লিখে দেন। কিন্তু প্রতিপক্ষ মৃত ওয়াহেদ আলীর ছেলে আব্দুল হাইয়ের ভাতিজা আব্দুস সাত্তার, আব্দুল গণি, ফরজুল হক, কালাম গংরা সে জমি তাদের নিজেদের জমি বলে দাবি করে আসছেন। এ নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার হানাহানির ঘটনাও ঘটেছে যা নিয়ে উভয় পক্ষই আদালতের স্মরণাপন্ন হয়েছেন। তবে এ নিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নান্দাইল মডেল থানায় একটি সালিশ হবার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ আব্দুস সাত্তার ও আব্দুল গণি গংরা সেই সালিশে বসতে বিভিন্ন তালবাহানা করে যাচ্ছে বলে অভিযোগ করেন আব্দুল হাইয়ের ছেলে হারুন অর রশিদ। তিনি আরও বলেন, তারা কোন মিমাংসায় আসতে চায় না বলেই বৃহস্পতিবার ভোরে আব্দুস সাত্তার গংরা দলবদ্ধ হয়ে আব্দুল হাইয়ের ছেলে সাইদুল,
হারুন, রুবেল ও লিটনের সাড়ে ৭ কাঠা (৭০ শতাংশ) জমিতে থাকা মরিচ, রসুন,বেগুন, টমেটোর গাছ কেটে ফেলে রেখে যায়। এছাড়া আব্দুল হাই পরিবারের সদস্য হৃদয় মিয়া জানান, ৬ মাস পূর্বে প্রতিপক্ষরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এছাড়া গত ২২ জানুয়ারি/২৫ইং আব্দুস সাত্তার গংরা বাড়িতে
এসে হামলা চালিয়ে লিটন ও সাবিনাসহ কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। এ ঘটনায় ৩১ জানুয়ারি থানায় মামলা নং-২০ দায়ের করেছেন। প্রতিপক্ষ কালাম ও ফরিদ মিয়া জানান, কোন অভিযোগই সঠিক নয়। চাচার সাথে তাদের ১৮ শতক জমি নিয়ে বিরোধ চলছে তা ঠিক, তবে বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্থের সাথে
তারা কেউ জড়িত নন। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ জানান, বুধবার ঘটনাস্থলে গিয়ে তিনি উভয়পক্ষকে জমির কাগজপত্র নিয়ে শক্রবার (২৮ ফেব্রুয়ারি) থানায় আসতে বলে এসেছিলেন। এর মধ্যে এক পক্ষের ফসলি জমি ক্ষতিগ্রস্থ করা হয়েছে। ক্ষতিগ্রস্থরা অভিযোগ দিয়েছে, আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুনঃ