
জেলা আইনজীবী সমিতি, পটুয়াখালী’র
কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০২৫- ২০২৬ খ্রি. সম্পন্ন হয়েছে। এ নির্বাচন ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে শুরু হয়ে বিরতি হীনভাবে চলে বিকালে শেষ হয়। উক্ত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পটুয়াখালী পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির (২) অ্যাডভোকেট। তিনি পেয়েছেন ২২১ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী পটুয়াখালী জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মো. নাজমুল আহসান অ্যাডভোকেট পেয়েছেন১৩৭ ভোট।সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান পিকু অ্যাডভোকেট। তিনি পেয়েছেন ২৩৯ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মো. মজিবুর রহমান (৪) অ্যাডভোকেট পেয়েছেন১২৮ ভোট।সাধারণ সম্পাদক পদে শরীফ মোঃ সালাহউদ্দিন অ্যাডভোকেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সহ- সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান ( তুষার) অ্যাডভোকেট(২৬২) ভোট ও হুমায়ুন কবির (৬) অ্যাডভোকেট( ১৯৩) ভোট। তাদের প্রতিদ্বন্দ্বী
মো. ওমর ফারুক (২) অ্যাডভোকেট(১১৩) ভোট ও মো. আনোয়ার হোসাইন (৫) অ্যাডভোকেট পেয়েছেন ১৩২ ভোট।লাইব্রেরী সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. মুজিবুল হক বিশ্বাস (রানা) অ্যাডভোকেট।ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আরিফুর রহমান রিয়াজ অ্যাডভোকেট( ২৬৩) ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ আবু সাইদ খান অ্যাডভোকেট পেয়েছেন১০৪ ভোট। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন (রোমান) অ্যাডভোকেট(২৮০) ভোট ও মারিয়াম আহমেদ অ্যাডভোকেট২৫২ ভোট। তাদের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নজরুল ইসলাম পাটোয়ারী অ্যাডভোকেট পেয়েছেন ১২০ ভোট। এ নির্বাচন পরিচালনা করেন উক্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. মোহসীন উদ্দীন (২)অ্যাডভোকেট ও সদস্য মো. জাহাঙ্গীর হোসেন অ্যাডভোকেট এবং আ.ত.স. বদিউজ্জামান অ্যাডভোকেট। প্রসঙ্গত: জেলা আইনজীবী সমিতি,পটুয়াখালী এর নির্বাচনে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর ছবি সংগ্রহীত।