
রাজধানীর কুখ্যাত ‘কান কাটা’ কিশোর গ্যাং গ্রুপের অন্যতম হোতা রাকিব ওরফে ড্যান্ডি রাকিবকে(২২) গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় পল্লবীর সিরামিক রোড থেকে র্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মো.সাইদুর রহমান শেখ এ তথ্য জানান।
তিনি জানান,রাজধানীর পল্লবী,কালশী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যার মধ্যে অন্যতম কিশোর গ্যাং ‘কান কাটা গ্রুপ’। কারও সাথে মতের অমিল হলে তাদের উপর আক্রমণ করে কান কেটে দেয়ার অভিযোগ আছে এই গ্রুপের সদস্যদের উপর। গ্রুপটির ১০-১৫ জন সক্রিয় সদস্য রয়েছে।
এই গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন সিরামিক রোড, কালশীসহ আশেপাশের এলাকায় জমি দখল,মাদক ব্যবসা,ইভটিজিং,ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া কিশোর গ্যাং এর সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘‘কান কাটা গ্রুপ’’ এর উপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় গত সন্ধ্যায় এই গ্রুপের ড্যান্ডি রাকিব-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে