ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

স্বামীকে নির্যাতনের পর স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে নির্যাতনের পর ভিডিও দেখিয়ে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় মূলহোতা মো. নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।

এর আগে বিকেল ৩টার দিকে নাজমুল ইসলামকে ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার একটি বাসার টয়লেটের ছাদ থেকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার মোহাম্মদ মনিরুল ইসলামের বসতবাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটে। এরপর ঘটনাটি নিয়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন,প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ওই নারী ভাড়া বাসায় থেকে পড়াশুনার পাশাপাশি চাকরি করতেন। তিনি বাসায় থাকা অবস্থায় নাজমুল ইসলাম বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিতো। গত ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় তার স্বামী কাজী সাজ্জাদুল ইসলাম বাসায় দেখা করতে গেলে নাজমুল তার বন্ধু রনি এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে তাকে ধরে টানাহেচড়া করে অজ্ঞাত স্থানে নিয়ে গলায় ধারালো ছুরি ঠেকিয়ে হত্যার হুমকিসহ মারধর করে। এ সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা মূল্যের মোবাইল সেট এবং নগদ ১ হাজার টাকা নিয়ে যায়। এ সময় তারা সাজ্জাদুলের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন,ঘটনার দিন রাত আড়াইটার দিকে ওই নারীর বাসায় জোরপূর্বক প্রবেশ করে তার স্বামীকে হত্যার চেষ্টার ভিডিও দেখিয়ে হুমকি দিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর ঘটনার বিষয়ে কাউকে কিছু বললে তার স্বামীকে যখন যেখানে পাবে সেখানে খুন করবে মর্মে হুমকি দিয়ে মুঠোফোন কেড়ে নেয় আসামিরা।

এ ঘটনায় দায়ের করা মামলার ২নং এজাহারনামীয় আসামি রনিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ