ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

কোটি টাকার চোরাই গাড়ি উদ্ধার, গ্রেফতার এক

রাজধানীর গুলশান এলাকা থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে। এসময় মাহাদী হাসান (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে গুলশান থানার পুলিশ প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গুলশান থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, জনৈক জাহিদ হাসান বনানী এলাকার বাসিন্দা। তনি তার নামে রেজিস্ট্রেশনকৃত একটি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি বিক্রয়ের জন্য তার পরিচিত জনৈক টিপু সুলতান নামে এক ব্যক্তিকে জানায়। গাড়িটির মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকার। গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি থাকায় গাড়িটি মেরামতের জন্য একটি দোকানে নিয়ে যাওয়া হয়। মেরামতকালে দোকানের ম্যানেজারের মাধ্যমে গ্রেফতারকৃত মাহাদী গাড়িটি ক্রয় করতে আসে। মাহাদী একাধিকবার গাড়িটি দেখার পর গত (১৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গাড়িটি চালিয়ে দেখাসহ তার মাকে দেখানোর কথা বলে টিপু সুলতানসহ গাড়িটি নিয়ে গুলশান থানার লেকপাড় সংলগ্ন বিলকিস টাওয়ারের সামনে যায়। মাহাদী সেখানে আগে থেকে অবস্থানরত অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের সহযোগিতায় টিপু সুলতানকে ভয়-ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গত ২১ ফেব্রুয়ারি ভিকটিম জাহিদ হাসান বাদী হয়ে গুলশান থানায় চুরির মামলা করেন।

তিনি বলেন, মামলার পর গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, নিবিড় তদন্ত ও প্রযুক্তির সহায়তায় মামলার এজাহারনামীয় আসামি মাহাদী হাসানের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাতে গুলশান থানার পুলিশ প্লাজার সামনে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহাদী হাসান ও তার সহযোগীরা গাড়ি চোর চক্রের সদস্য জানিয়ে তিনি বলেন, তিনি ও তার সহযোগীরা রাজধানীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ও প্রতারণার মাধ্যমে গাড়ি চুরিতে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ