
স্টাফ রিপোর্টার আলিফ হোসেন: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পশ্চিম সিংপাড়া কবরস্থানে মোট ২৭টি কবর খুঁড়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে কবর জিয়ারত করতে এসে স্থানীয়রা কবর খুঁড়া দেখতে পান।
স্থানীয়রা জানায়, চলতি মাসে মাঝামাঝির দিকে কয়েকদিনের ব্যবধানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন বেজগাঁও কবরস্থান থেকে দুবারে অন্তত ১২টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এছাড়াও গত সপ্তাহে উপজেলা চারিগাঁও এলাকার একটি কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি হয়। কঙ্কাল চুরি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছেন নিহত ব্যক্তিদের স্বজনরা।এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: শাকিল আহমেদ বলেন, আশা করছি দ্রুত কঙ্কাল চুরি প্রতিরোধে করতে পারবো।
আর চক্রটিকে ধারার চেষ্টা চলছে।