
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি: দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষে দুমকিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বজন সমাবেশে দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। দৈনিক যুগান্তর দুমকি উপজেলা প্রতিনিধি সহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন মিরাজ, দুমকি উপজেলা জামায়াতের নায়েবে আমির মাও হাবিবুর রহমান,। দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, প্রেস ক্লাব দুমকি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল হোসেন প্রমুখ।এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে কেক কাটা হয়।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।