
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ‘যুগান্তর’ এবং ‘সোনালী সংবাদ’ পত্রিকার বাগমারা প্রতিনিধি আবু বাক্কার সুজনের ওমরা হজ্ব পালন উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের খাজুর গ্রামে মধ্যাহ্ন ভোজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তাঁর আত্মীয় স্বজন, সহকর্মী, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাংবাদিক আবু বাক্কার সুজন ওমরা হজ্ব পালনের উদ্দেশ্য আগামী ১১ মার্চ পবিত্র ভূমি মক্কায় গমন করবেন। সে কারণে আত্মীয়- স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী শুভাকাঙ্ক্ষী সহ সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।