
নুরুল আমিন ভূঁইয়া দুলাল নিজস্ব প্রতিবেদক : শিক্ষকতা জীবন শেষে ফুলে সজ্জিত গাড়িতে চড়ে অশ্রুসিক্ত নয়নে অবসরে গেলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইছামাঈল হোসেন পাটোয়ারী। প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা। বুধবার ( ২৬ ফেব্রুয়ারি ) দুপুরে তাকে কে.এস পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে ফুলসজ্জিত গাড়িতে করে শিক্ষকের বাসায় পৌঁছে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয় সূত্রে জানা যায়,১৯৯০ সালে তিনি কাফিলাতলি সাগরদী পাবলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান , বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মাঈন উদ্দিন।সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শিক্ষককে বিভিন্ন উপহার প্রদান করেন বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
আবেগ আপ্লূত হয়ে শিক্ষার্থীরা বলেন, স্যারের গুন বলে শেষ করতে পারবো না। স্যারকে আমরা খুব মিস করবো। উনার ক্লাস করলে আমাদের বাসা গিয়ে পড়তে হতো না। উনি সুন্দরভাবে আমাদের ক্লাসে বুঝিয়ে পড়াতেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, উনি আমার নিজের শিক্ষক, আমিও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম। আমরা চেষ্টা করেছি ইছমাঈল স্যারকে সুন্দর ভাবে বিদায় দেওয়ার জন্য। বিদায় বেলায় সিনিয়র শিক্ষক ইছমাঈল আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়নে সহকর্মী শিক্ষকদের সাথে কাঁদে কাদ লাগিয়ে বিদায় নিয়ে স্কুল ত্যাগ করেন।