
পঞ্চগড় জেলা প্রতিনিধি।। স্থানীয়দের নানা অভিযোগে অভিযুক্ত তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বী’র অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে স্থানীয়রা। মঙ্গলবার (২৫-ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার আওয়ামীলীগকে পুর্নবাসনের চেষ্টা করছে। সেবা প্রদানে সাধারণ মানুষকে নানা ভাবে হয়রানি করে। সে নেশাগ্রস্থ অবস্থায় মানুষের সাথে এমনকি তার অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে। সে মানুষের গায়ে পর্যন্ত হাত তুলতেও দ্বিধাহীন। এমন একজন ব্যাক্তিকে আমরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চাই না।আমরা দ্রুত তার অপসারণ দ্বাবী করছি। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পাথর বালি সরবরাহকারী ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা ছাত্রদল-যুবদলের আইকন মোঃ হামিদুল হাসান লাবু, উপজেলা যুবদলের আহব্বায়ক খন্দকার আবু নোমান এনাম, সদস্য সচিব মোঃ জাকির হোসেন সহ দলের অন্যান্য নেতা ও কর্মীরা। পরে উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ শাহাদাত হোসেন রঞ্জু সেখানে উপস্থিত হয়ে, জেলা প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও দ্রুত অপসারণের আশ্বাস দেন।