
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৪ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশ মঙ্গলবার ( ২৮ নভেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী থানাধীন বজরা তবকপুর গ্রামের মো. ওয়াহেদুল ইসলাম (৩২), মো. চান মিয়া (৫০), থানাহাট (ছড়ারপাড়) এলাকার মো. মাহবুবুর রহমান (৪৮), মো. মতিউর রহমান (৪৮)’দেরকে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম।
তিনি আরও বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা।
ডিআই/এসকে