
নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইলের সিভিল সার্জন ডা: মো. আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কিশোর রায়, নড়াইল জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল ছালেক। এ সময় আরও বক্তব্য দেন আনসার-ভিডিপি ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক হাসান আলী মোড়ল, দিঘলিয়া ইউনিয়ন দলনেতা মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইল জেলা কমান্ড্যান্ট মো. নুরুল আবছার। এ সময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জুলাই বিপ্লবোত্তর জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রেখে আস্থার স্বাক্ষর রেখেছে। ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের পর আনসার বাহিনী বিভিন্ন থানা পাহারার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা ও ছাত্রদের সাথে ট্রাফিক দায়িত্বের মাধ্যমে ঢাকাসহ সারা বাংলাদেশের নিরাপত্তায় নিয়োজিত থেকে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। এছাড়াও ২৪ এর আন্দোলনে অনেক থানা থেকে লুট হওয়া অস্ত্র বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ রোধসহ সমাজের প্রতিটি স্তরে কাজ করছে এ বাহিনীর সদস্যরা।