
শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) মধ্য রাতে ধর্মঘর বাজারের গিয়াস উদ্দিনের মুদি দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানান, মধ্য রাতে হঠাৎ বাজারে গিয়াস উদ্দিনের মুদি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়া । মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায় । পরে স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসের সহযোগীতায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর তথ্য অনুযায়ী প্রায় ২০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা যায় ।
মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিব হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটতে পারে ।