
মোঃমাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুর জেলা প্রতিনিধি:
” বিজয় নয় অংশগ্রহনই বড় কথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমজমাট আয়োজনের মধ্যে শেষ হয়েছে আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজ ও স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।
বুধবার (২৬ শে ফেব্রুয়ারি ) আলহাজ্ব আবদুল খালেক চেয়ারম্যান বাজার সংলগ্ন স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রীয় পদপ্রাপ্ত সমাজ সেবক সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষক এম এ সামাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যাপক আলতাব হোসেন, বিশিষ্ট সাংবাদিক মফিজ ইমাম মিলন, আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মোহাম্মদ সেলিম হোসেন, সাবেক অধ্যাপক ফারুক মিয়া, কলেজের দাতা সদস্য মোঃ শফিউদ্দিন মোল্লা, গেরদা ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বাবুল, আর উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফজিলাতুন নেছা,আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মাসুমা খাতুন, খালেক চেয়ারম্যান বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শেখ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের সভাপতি গভর্নিং বডি মোঃ হিরো হায়দার
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি।সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, প্রদান করা হয়