
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে স্কুল ছাত্রী ও গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ বুধবার মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছেন ঘটনা ঘটেছে মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী রাতে।স্থানীয় ও আমতলী থানা সূত্রে জানাযায় , আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের মৃত্যু লিটন মৃধার মেয়ে নাদিয়া আক্তারকে রেখে মাতা রাহিমা বেগম মাঠে কাজ করতে যায় ঘরে ফিরে মেয়েকে খুঁজতে থাকেন। খুজতে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় । একইদিন একই গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী দুই সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসি ওইদিন বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ রাতেই মরদেহ দুটি উদ্ধার করে আমতলী থানায় নিয়ে যায়। পুলিশ বুধবার সকালে মরদেহ দুটির ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন । নাদিয়া আক্তার শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী ছিলেন। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।