
ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত জেল পলাতক একজন আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতারকৃত আসামির নাম, মো. রুবেল মিয়া (৩৫।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর ইউনিয়নের বড়াই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এটিইউএর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি জানান, ২০১১ সালে আসামী মো. রুবেল মিয়া (৩৫) ব্যবসায়িক কলহের জেরে রিপন নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রুবেল মিয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মামলাটির তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ৩০ মার্চ নেত্রকোনা জেলা ও দায়রা জজ রুবেলকে মৃত্যুদন্ডাদেশ দিয়ে রায় প্রদান করেন।
এটিইউ জানায়, মামলাটিতে গ্রেফতারের হয়ে রুবেল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতির সুযোগে ৬ আগস্ট সে জেল থেকে পালিয়ে নিজেজে আত্মগোপন করেন। অবশেষে এন্টি টেররিজম ইউনিটের চৌকস দল আসামীর অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে