
মেহেদী হাসান রিপন,স্টাফ রিপোর্টারঃ রমজান মাস হল ইবাদতের মাস। এই মাসে প্রতিটি ভালো কাজের প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। তাই এই মাসে বেশি বেশি নেক আমল করা উচিত। রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল নিচে উল্লেখ করা হলো:রোজা রাখা: রমজান মাসের প্রধান আমল হলো রোজা রাখা। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ‘হে ঈমানদারগণ!তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পার।’ (সূরা আল-বাকারা: ১৮৩) কোরআন তিলাওয়াত করা: রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাই এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা উচিত।তারাবীহ নামাজ আদায় করা: রমজান মাসে তারাবীহ নামাজ আদায় করা সুন্নত। এই নামাজ আদায় করলে অনেক সওয়াব পাওয়া যায়।লাইলাতুল কদর তালাশ করা: রমজান মাসের শেষ দশ দিনের বিজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। তাই এই রাতগুলোতে বেশি বেশি ইবাদত করা উচিত।ইতিকাফ করা: রমজান মাসের শেষ দশ দিন মসজিদে ইতিকাফ করা সুন্নত।এতে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।দান-সদকা করা:রমজান মাসে বেশি বেশি দান-সদকা করা উচিত। এতে গরিব-দুঃখীদের সাহায্য করা হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়।দোয়া করা: রমজান মাসে বেশি বেশি দোয়া করা উচিত। বিশেষ করে ইফতারের আগে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।ভালো কাজ করা: এই মাসে বেশি বেশি ভালো কাজ করা উচিত। যেমন: মানুষকে সাহায্য করা, ভালো কথা বলা, মিথ্যা পরিহার করা ইত্যাদি।গুনাহ থেকে দূরে থাকা: এই মাসে সব ধরনের গুনাহ থেকে দূরে থাকা উচিত। যেমন: মিথ্যা বলা, গীবত করা, খারাপ কাজ করা ইত্যাদি।ইফতার ও সাহরি করাঃ রমজানে সাহরি খাওয়া সুন্নত এবং ইফতার করাও সুন্নত। যথাসময়ে ইফতার ও সাহরি করা।