
গাজীপুরের কালিয়াকৈরে ১২,২০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ কাভার্ডভ্যান চালক ও হেলপারকে আটক করেছে নাওজোর হাইওয়ে থানা পুলিশ। বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) (বুধবার) সকাল সোয়া ৭ টায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের সিপিকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন খাজুর দক্ষিন এলাকার মো. মোস্তাফিজুর রহমান(২৪)
এবং সিলেট জেলার জকিগঞ্জ থানার ইলাবাজ এলাকার মো. আবিদুর রহমান(২২)।
বুধবার বিকালে হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের সিপিকাটা নামক স্থানে টাংগাইলগামী লেনে একটি হলুদ ও নীল রংয়ের ট্রাক যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২০-৯৮০৭ গাড়ীটিকে থামার জন্য সংকেত দিলে গাড়ীটি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ উক্ত ট্রাকটিকে আটক করেন। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ১২,২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে