
রাজধানীর কাকরাইল এলাকা থেকে চকলেটের প্যাকেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-আলী আহসান রনি (৩৫) ও মো. রাসেল শেখ (৩৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) কাকরাইলের এস এ পরিবহন এর প্রধান কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়,রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-উত্তরা বিভাগ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ইয়াবাসহ কাকরাইলের এস এ পরিবহন এর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের টিম। অভিযানকালে মাদক কারবারি আলী আহসান রনি ও মোঃ রাসেল শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চকলেটের প্যাকেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। গ্রেফতারকৃতরা এসব ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অভিযানের নেতৃত্বে ডিবি উত্তরা বিভাগের এডিসি মো. হেলালউদ্দিন ভূইয়া।
ডিআই/এসকে