
দক্ষিণবঙ্গের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, স্বর্ণপদকপ্রাপ্ত আলেম ও গবেষক মাওলানা আব্দুর রশীদ ইন্তেকাল করেছেন—(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এই বরেণ্য ব্যক্তিত্ব মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা আব্দুর রশীদ দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞানচর্চা ও শিক্ষার প্রসারে অসামান্য অবদান রেখেছেন। তিনি কালিকাবাড়ি রাজৈর সিনিয়র মাদ্রাসা, আমতলী মাদ্রাসা এবং মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। তার হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে ইসলামি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন।
তার ইন্তেকালের সংবাদে পরিবার, আত্মীয়-স্বজন, ছাত্র-শিক্ষক এবং ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন জামায়াত কর্মী মাওলানা আব্দুল হাই ও যুব বিভাগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল ওয়াদুদের শ্রদ্ধেয় পিতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। তিনি ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
তার জানাজার নামাজ বুধবার সকাল ১০ টায় আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।
দেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও আলেমগণ তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।