
“উন্নয়ন সকল নাগরিকের সমান অধিকার ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ,পটুয়াখালী স্থাপিত: ১৯৯৫খ্রি.এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি,পটুয়াখালী’র মূল ভবনের ২য় তলায় উক্ত পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়।এ সভায় পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ,পটুয়াখালী’র সভাপতি এডভোকেট আবদুল হাই খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট মোঃ ইউনুচ আলী মোল্লা সভাপতি- জেলা আইনজীবী সমিতি,পটুয়াখালী।উক্ত সভায় এসময় পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ,পটুয়াখালী’র যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদুল হাসান ও সাংবাদিক আলহাজ্ব ফিরোজ আহমেদ’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রফেসর মফিজ উদ্দিন চৌধুরী,আমিনুল হক আহসান,এ্যাডভোকেট হারুন অর রশিদ, পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ, পটুয়াখালী’র সাধারণ সম্পাদক সাংবাদিক মোল্লা নাসির উদ্দিন, জেলা আইনজীবী সমিতি,পটুয়াখালী’র সাবেক সভাপতি এ্যাডভোকেট এনামুল হক ও এ্যাডভোকেট বিভা রানী সাহা প্রমুখ।
এসময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, দুমকী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন, শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহাফুজা ইসলাম, ডাঃ বাদশা আলম,প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।এসময় পটুয়াখালী জেলা উন্নয়ন নাগরিক পরিষদ, পটুয়াখালী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।