ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে মন্দিরের জমি দখল এর প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের জমি দখল এর প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলীপি প্রদান করেন।

গতকাল মঙ্গবার সকাল সাড়ে ১০ ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির চত্বর থেকে মন্দিরের সভাপতি শ্রী জয় প্রকাশ গুপ্তর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্ঠা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলীপি প্রদান করেন কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শ্রী হারান দত্ত ও সভাপতি শ্রী জয় প্রকাশ গুপ্ত। প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন মন্দিরের সভাপতি শ্রী জয়প্রকাশ গুপ্ত। তিনি বলেন, ০২/০৮/১৯৩৪ সালে ফুলবাড়ী উপজেলা আলাদীপুর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর মৌজায় ২৮৯/১১৭৫ এবং ৬৫৫/৫৯৮ নং দাগে কালী মন্দিরের ২.৩৬ একর জমি তৎকালীন সময়ে সুজপুর গ্রামের দুই ব্যাক্তি মন্দিরের নামে রেজিষ্ট্র করে দেন। যাহার দলির নং-২২২৯। সেই কাল থেকে আদিয়ার নিয়োগ করে মন্দির কমিটি জমি চাষাবাদ করে আসছে। রঘুনাথপুর গ্রামে মোঃ আমিনুল ইসলাম গংরা লাঠিয়াল বাহিনী নিয়ে গিয়ে মন্দিরের জমি দখল করে ধান লাগিয়ে দেন। এই জমি সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষ আমিনুল ইসলামের সাথে মামলা রয়েছে। ০৪/০১/২০১৯ইং তারিখে মহামান্য হাইকোর্টে মামলাটি বিচারধীন রয়েছে। যাহার মামলা নং-৮৩/১৯ পিজে। ভূমি দস্যূ আমিনুল ইসলামের ভয়ে আমরা ঐ জমিতে যেতে পারছিনা। একই সঙ্গে মন্দির কমিটির ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী হারান দত্ত বলেন, মন্দিরের জায়গা দখল মুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি যে, মন্দিরের জমি উদ্ধার কল্পে সহযোগীতা কামনা করছি। অন্যথায় মানববন্ধনের মত বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের সাংগঠনিক সম্পাদক সম্ভুগুপ্ত সহ মন্দির কমিটির ৫শতাধিক সদস্য ও হিন্দু সম্প্রদায়ের মানুষ মানববন্ধনে অংশ নেয়। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল এর সাথে কথা বললে তিনি জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ