
২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা এক অতিরিক্ত মহাপরিদর্শকসহ (আইজিপি) পুলিশের ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা যায়।
ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আবদুল আলীম মাহমুদ এবং ১৩ উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ৪৯ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদের কর্মকর্তা রয়েছেন।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি আদেশ জারি করা হয়েছে। আদেশে ওএসডির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, এই ৮২ জন কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছেন।
ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আব্দুল আলিম মাহমুদ, ডিআইজি মোস্তাক আহমেদ খান, ডিআইজি ইলিয়াস শরীফ, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও শাহ মিজান শাফিউর রহমান, অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন, নাবিদ কামাল শৈবাল, মাসুদ আহাম্মদ, মারুফ হোসেন সরদার, মোহাম্মদ ইব্রাহীম খান, বিজয় বসাক, মাশরুকুর রহমান খালেদ, সঞ্জিত কুমার রায়, জয়দেব চৌধুরী, শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, নুরে আলম মিনা, এস এম জাহাঙ্গীর আলম সরকারসহ ৮২ জন কর্মকর্তা রয়েছেন।
ডিআই/এসকে