
প্রবীণ রাজনীতিবিদ, বিএনপি’র ভাইস চেয়ারপারসন ও সাবেক মন্ত্রী আব্দুল আল নোমান-এর মৃত্যুতে মহানগর বিএনপির গভীর শোক প্রকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারপারসন, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও দেশবরেণ্য রাজনীতিবিদ আব্দুল আল নোমান-এর ইন্তেকালে মহানগর বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
শোকবার্তায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
নেতৃবৃন্দ বলেন, আব্দুল আল নোমান ছিলেন একজন সৎ, নীতিবান ও আপোষহীন রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তিনি স্থানীয় রাজনীতি থেকে জাতীয় পর্যায়ে এক বিশিষ্ট গণনেতায় পরিণত হন। দেশ ও জনগণের কল্যাণে তিনি আজীবন নিষ্ঠার সাথে কাজ করেছেন। বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশবাসীর কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
তিনি সবসময় দুঃখী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বগুণ, বিচক্ষণতা ও মানুষের প্রতি ভালোবাসা বিএনপি’র রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশ ও জাতির কল্যাণে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম আব্দুল আল নোমান-এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।