
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় অপারেশন ডেভিড হান্ট টিমের অভিযানে ভিকসান মিয়া (৩৪) নামে এক সশস্ত্র ডাকাত কে আটক করা হয়েছে। সে নিরাপত্তা বাহিনীর সদস্য বলে একটি সূত্রে জানা গেছে। এছাড়াও তিনি থাকেন রামু উপজেলার খুনিয়া পালং এলাকায়। তবে তার নিজ বাড়ি নরসিংদী জেলার সোলাইমানের বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১ টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভেডিল হান্ট টিমের সদস্যরা উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ৫ নং ওয়ার্ড এলাকার জারুলিয়াছড়ি লামার পাড়া কবির হোসেনের বসত বাড়ীর ২০০ গজ উত্তর পশ্চিমে কবির হোসেনের তামাক ক্ষেতে ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে একজন সশস্ত্র ডাকাতকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড তাজা রাইফেলের গুলিসহ আটক করা হয়।
এই বিষয় নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কন্ঠস্বর কে বলেন, ধৃত আসামি বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াদীন। আসামি ইতিমধ্যেই আদালতে প্রেরণ করা হয়েছে বলে ও জানান পুলিশের এই কর্মকর্তা।