
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার স্লোগান কে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে, উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান,কন্টিজেন্ট কমান্ডার মো: মহসীন উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা কবির হোসাঈন,রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মো: মাহমুদ হাসান রাজিব, উপজেলা আইসিটি অফিসার মো: মাসুদ হাসান,উপজেলা মেরিন ফিশারিজ অফিসার এস এম মো: সাদাত হোসেন রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত কুমার, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদিকমার বাহাদুর, আমলিবাড়িয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদ রহমান,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থী সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।