ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করলো দুর্বৃত্তরা

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত প্রকাশ্যে দিবালোকে কুষ্টিয়ার আদালত চত্বরে হামলা চালিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করে। এ সময় এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে তার মাথায় আঘাত করে আহত করা হয়।
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে এ ধরনের ঘটনা বিরল ইতিহাস সৃষ্টি করেছে। জানা গেছে, একদল যুবক আদালতে মামলার হাজিরা দিতে এসে ফিরে যাবার পথে আইনজীবী সমিতির নির্বাচনি ক্যাম্পে হামলা চালায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন আইনজীবী বলেন, এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে যুবদল ও ছাত্রদলের ছেলেরা। তারা তাদের মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে এসে বাড়ি ফিরে যাবার সময় এই হামলা চালিয়েছে। তিনি বলেন, বিএনপি সমর্থিত ২ জন সভাপতি ও ২ জন সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন। যে গ্রুপ তাদেরকে পরাজিত ভাবছেন, তারা যুবদল ও ছাত্রদলের ছেলেদের দিয়ে নির্বাচনি ক্যাম্প ভাঙচুর করিয়েছে। সভাপতি প্রার্থী এডভোকেট মাহাতাব উদ্দিন বলেন, আজকের এই ঘটনা দেশ স্বাধীনের পর এটা একটা বিরল ঘটনার ইতিহাস সৃষ্টি করেছে। যা অতীতে কোনো দিনও এধরনের ন্যাক্কারজনক ঘটনা কুষ্টিয়া বারে ঘটেনি। তিনি বলেন, আমরা ধারণা করছি, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষরা এধরনের হামলা চালিয়ে নির্বাচন নস্যাৎ করার পায়তারা করেছে। তবে তাদের এই ষড়যন্ত্র সফল হবে না। নির্বাচন ২৬ ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচনে ভোটাররা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনিই নির্বাচিত হবেন। তবে কারা ঘটিয়েছে এ বিষয়ে তিনি আরো বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে। তবে এই ঘটনা যেই ঘটাক না কেন, আমরা তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি করছি।
অন্যান্য প্রার্থীরা বলেন, আমরা আদালতের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকায় ঘটনাস্থলে ছিলাম না। ঘটনা শুনে ঘটনাস্থলে এসে দেখলাম, বিএনপির সভাপতি প্রার্থী এডভোকেট গোলাম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ এবং প্রতিপক্ষ বিএনপি প্রার্থী সভাপতি এডভোকেট মাহাতাব উদ্দিনের নির্বাচনী ক্যাম্পসহ আশপাশের ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের বিলবোর্ড, পোস্টার, ফেস্টুন ভেঙে ফেলা হয়েছে। তবে এই ঘটনায় একজন ছাড়া আর কেউ আহত হয়নি। আইনজীবীরা বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় যখন সাজ সাজ রব চলছে, ঠিক তখনই এ ধরনের হামলা যেন আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে ঘটানো হলো।

শেয়ার করুনঃ