
রাজধানীর ভাটারা এলাকা থেকে তিন লক্ষ ৬৬ হাজার টাকার জালনোটসহ জালনোট বাজারজাতকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মো.আল-আমিন (২৪)।
রবিবার (২৩ ফেব্রুয়ারি ) বিকাল সাড়ে ৫ টায় ভাটারা থানাধীন বসুন্ধরা রোডের যমুনা প্লাজার সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিমানবন্দর থানা সূত্রে জানা যায়,গত ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫ টায় বিমানন্দর থানার রেলওয়ে স্টেশন এলাকা থেকে মামুন আহমদ (২৮) নামের একজনকে ১৯ হাজার ১০০ টাকার জালনোটসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে বিমানবন্দর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলাটি তদন্তকালে গ্রেফতারকৃত মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল ভাটারা থানাধীন বসুন্ধরা রোডের দক্ষিণ পশ্চিম পাশে যমুনা প্লাজার সামনে অভিযান পরিচালনা করে আল-আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে তিন লক্ষ ৬৬ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আল আমিন জালনোট বাজারজাতকারী চক্রের সদস্য। আল আমিন জালনোট প্রস্তুতকারীদের কাছ থেকে জালনোট সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো।
পরে গ্রেফতারকৃত মামুনসহ চক্রের সদস্যদের মাধ্যমে জালনোটগুলো সরবরাহ করতো। আসন্ন রোজা ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে তাদের বিপুল পরিমাণ জালনোট প্রস্তুত ও সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। জালনোট প্রস্তুত ও বাজারজাত করার সাথে জড়িত চক্রের অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডিআই/এসকে