
রাজধানীর মিরপুরে কথিত শাহাদাত বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও মার্কেটে হামলার অভিযোগে মো. আসিফ সিকদারকে (২৫) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ বলছে আসিফ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কথিত শাহাদাত বাহিনীর ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ মিরপুর স্বাধীন মার্কেটে চাঁদাবাজি করতে যায়। তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা মার্কেটে ভাঙচুর চালায়। ঘটনার পর স্বাধীন মার্কেটের ম্যানেজার তরিকুল মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর মিরপুর মডেল থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসিফ সিকদারের অবস্থান শনাক্ত করা হয়। পরে মিরপুর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ সিকদার স্বীকার করেছে, সে ও তার সহযোগীরা পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন ধরে শাহাদাত বাহিনীর নাম ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে।
গ্রেফতার আসিফ সিকদারকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। চাঁদাবাজি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।
ডিআই/এসকে