
খিলগাঁও থানা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুম শিকদার গ্রেপ্তার হয়েছেন। রবিবার রাতে খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকা থেকে খিলগাঁও পুলিশ তাকে গ্রেফতার করে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,খিলগাঁও থানায় দায়ের হওয়া একটি মামলায় গতরাতে তালতলা মার্কেট এলাকা থেকে খিলগাঁও থানা শ্রমিক লীগের সদস্য সচিব মাসুম শিকদারকে গ্রেফতার করা হয়।
খিলগাঁওয়ের বাসিন্দা মো.হিরার (১৬) আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ ফেব্রুয়ারি খিলগাঁও থানায় মামলাটি রেকর্ড হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বাদীকে গুরুতর রক্তাক্ত, জখম, চুরি, চাঁদা দাবি,চাঁদা গ্রহণসহ হুকুম দেওয়ার অপরাধে গ্রেফতারকৃত আসামি সাদসহ আরও ১৬৩ জন আসামি আওয়ামী লীগ,আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা ১৫০-২০০ জন নেতাকর্মী ও সশস্ত্র ক্যাডার বাহিনীর বিরুদ্ধে তিনি মামলাটি করেন।
সম্প্রতি এই মামলার এজাহারনামীয় দুই আসামি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারিসুর রহমান সোহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি আদনান খান সাদ গ্রেফতার হয়েছেন।
ডিআই/এসকে