
কুড়িগ্রামের উলিপুর উপজেলার “বজরা ক্লাস্টার” এর ৪ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) বজরা ক্লাস্টারের শিক্ষক বৃন্দের আয়োজনে বজরা এলকেআমিন স্কুল অ্যান্ড কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস তোকদার।
বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমনা মোদক-এর সঞ্চালনায় বজরা এলকেআমিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুল রহমান বুলবুল মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা জামাতের আমির মশিউর রহমান, বজরার এলকেআমিন স্কুল অ্যান্ড কলেজের সহ-অধ্যাপক পুলক কুমার দেব, সাবেক ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র উলিপুর উপজেলা সভাপতি মোঃ নূরবক্ত মিঞা প্রমূখ।
পরিশেষে, বিদায়ী শিক্ষক মোঃ সিদ্দিকুর ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চরবজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরেন্দ্র নাথ সরকার প্র/শিঃ বিরহিম মধ্যপাড়া স,প্রা,বি, মোঃ আব্দুস সালাম, রাজবল্লভ সপ্রাবি, নরেশ চন্দ্র বর্ম্মণ প্র/শি; কাঁঠাল বাড়ি মধ্যপাড়া স,প্রা,বি, সভায় নিজেদের শিক্ষকতা জীবনের প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন।
সভাশেষে, বিদায়ী শিক্ষকদের উপহার প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়