ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ
কলাপাড়া স্কাউটস মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাহুবলে বিরতিহীন বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ
কোরবানির পশু জবাইয়ে ইমামদের প্রশিক্ষণ দেবে উত্তর সিটি
কোরবানির আগে ডিএনসিসির ফুটপাত মেরামতের নির্দেশ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ

ব্রাহ্মণবাড়িয়া সমাবেশে সেফটি পিন গায়ে গেঁথে খালেদা জিয়াসহ ৬ নেতার ছবি লাগিয়েছেন যুবক

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজিত বিএনপির সমাবেশে শরীরে সেফটি পিন গেঁথে বিএনপি নেতাদের ছবি লাগিয়ে চলমান সমাবেশে এসেছেন দেলোয়ার হোসেন নামে এক যুবক। সমাবেশে দেলোয়ারকে ঘিরে মানুষের ব্যস্ততা। কেউ ছবি তুলছেন আবার কেউ তার সঙ্গে কথা বলছেন।

তাকে ঘিরে উপস্থিত মানুষজন তার সাথে কথা বলা আর ছবি তোলায় যেন নিজেও বেশ আনন্দ পাচ্ছিলেন দেলোয়ার নামে ওই যুবক।উপস্তিত জনতা বলছেন বিএনপির অন্ধভক্ত তিনি। সমাবেশে এসেছেন নিজের গায়ের চামড়ায় সেফটি পিন দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবি লাগিয়ে।

এমন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেলোয়ার বলেন, ‘আওয়ামী লীগ আমাদের ভোটা অধিকার কেড়ে নিয়েছে ও অনেক নির্যাতন ও অনেক কষ্ট দিয়েছে। যে কষ্ট দিছে এই কষ্ট অনুযায়ী শরীরের সামান্য সেফটি পিনের এ ব্যথা কিছুই না।’

সোমবার (২৪ফেব্রুয়ারি৩০২৫)ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দেখা মিলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা দেলোয়ারের। সমাবেশ শুরুর দিকে পৌর মুক্তমঞ্চে সমাবেশস্থলে দেখা যায় তাকে।

দেলোয়ার আরো জানান, সকালে শরীরে ৬ টি সেফটি পিন গেঁথে দলীয় নেত্রী খালেদা জিয়াসহ ছয়জনের ছবি লাগিয়েছেন। থাকবেন সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত।

ওই যুবকের সাথে ছবি তুলতে যাওয়া একজন জানান,সেফটি পিন দিয়ে নেতা কর্মীদের ছবি লাগানো দেলোয়ারের দৃশ্য দেখে প্রথমে আমার মতো অনেকে কষ্ট পেয়েছে। তবে তার কথা শুনে মনে হলো- এরাই আসলে বিএনপির প্রকৃত কর্মী ও অন্ধভক্ত।

৩১ দফা বাস্তবায়নে আয়োজিত বিএনপির এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সদস্য সচিব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুনঃ