
রাজশাহীর বাগমারায় বেলঘরিয়াহাট ফাজিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল, আলিম পরীক্ষার্থীদের বিদায় এবং ২০২৪ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা এগারো’টায় অধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ সহকারী আব্দুর রহমান মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি, উপজেলা জামায়াতের আমির হারুন অর রশীদ বিএসসি।
সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ইসমাইল আলম আল হাছানী, প্রতিষ্ঠানের শিক্ষক মাহবুব আলম বিএসসি , সহকারী অধ্যাপক নুর কুতুবুল আলম, সাইফুল ইসলাম, অভিভাবক মাওলানা আব্দুল হক, মাস্টার আজাহার আলী, সমাজ সেবক আব্দুল জলিল, শিক্ষার্থী সালাউদ্দিন প্রমুখ।
বাংলা, ইংরেজি, আরবিতে মানপত্র পাঠ করেন যথাক্রমে শিক্ষার্থী সুমাইয়া ইসলাম নাঈমা, তামিম আরা সিফা, ইউসুফ আব্দুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠা সদস্য হুরমতুল্যা মন্ডল, হানিফ উদ্দিন প্রামানিক, সুপারিনটেনডেন্ট মাকসুদুর রহমান, মিজানুর রহমান, মাস্টার সিরাজুল ইসলাম, শামসুল ইসলাম সহ অন্যরা।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মধ্যাহ্ন ভোজ শেষে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মোস্তফা আল আমীন।