
গলাচিপা উপজেলার ডাকুয়াইউনিয়নে ফুলখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস) প্রতিষ্ঠার শুরুথেকে
অল্প আয় অসুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করছেন। এর ধারাবাহিকতায় গতকাল ২৫ শে নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর উদ্যোগে একটি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ সময় চিকি সা প্রদান করেন গলাচিপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার মোঃআতাউর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) গলাচিপার প্রকল্প অফিসার ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আইএস) প্যারামেটিক ও
স্বাস্থ্যর্কমী। অত্র এলাকার অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা গ্রহণ করেন। অসহায় ব্যক্তিরা চিকি সা পেয়ে অনেক খুশি হন এবংকমিউনিটি ইনিসিটিভ সোসাইটি (সিআইএস) কে ধন্যবাদ জানায়।