
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২৬৫৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ মিনি কাভার্ডভ্যানের আটক করেছে শিমরাইল হাইওয়ে ক্যাম্প। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা তাকে আটক করা হয়।
আটকৃত হলো ঢাকা জেলার কামরাঙ্গীরচর আশরাফাবাদ-১২১১ এলাকার মো.রফিক (৪০)।
সোমবার বিকালে হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের রাত্রীকালিন মোবাইল ডিউটি করাকালীন সময় একটি মিনি কাভার্ডভ্যান যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ম-৫১-৬৫৩৮ তল্লাশি করে ২৬৫৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন বোঝাই একটি মিনি কাভার্ডভ্যান আটক করা হয়। এ বিষয়ে আইনগরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে