
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ মোরেলগঞ্জ উপজেলায় আবু হুরায়রা আদর্শ দাখিল মাদ্রাসার ২০২৫ দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আবু হুরায়রা আদর্শ দাখিল মাদরাসায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের জন্য দোয়া-মুনাজাত করা হয়। এর আগে আলোচনা সভায় ভালো ফলাফল অর্জনের সহায়ক হিসেবে পরীক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।এ সময় মাদ্রাসার সুপার অ্যাধপক মাওলানা মোঃ শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আলিম। বিশেষ মেহমান হিসেবে ছিলেন ছাত্রনেতা মাহদী মিরাজ,সিরাজুল ইসলাম ও তরিকুল ইসলাম এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবকসহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
আগামী ১০ এপ্রিল এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় ২০২৫ দাখিল পরীক্ষায় আবু হুরায়রা আদর্শ দাখিল মাদরাসা থেকে ৫২ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করবে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান। কর্তৃপক্ষ আরো জানান,আশা করি এই মাদ্রাসা থেকে এ পরীক্ষায় যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে আমরা আশা করি ভালো ফলাফল অর্জন অর্জন করতে সক্ষম হবে।