
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,যে কারণে আমাকে পদত্যাগ করতে বলে সেই কারণ যদি উন্নতি করে দিতে পারি তাহলেতো পদত্যাগের প্রশ্ন উঠে না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করতেছি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারায় নিজ বাসায় দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আপনার পদত্যাগ দাবি করা হয়েছে। আগামীকাল (সোমবার) দুপুর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছে পদত্যাগের জন্য। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার পদত্যাগের ব্যাপারে আজকে প্রথম না। তারা যে কারণে আমাকে পদত্যাগ করতে বলে সেই কারণ যদি উন্নতি করে দিতে পারি তাহলেতো পদত্যাগের প্রশ্ন উঠে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি সেই ব্যবস্থা করতেছি। আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হতে থাকবে।
সবাই যেখানে আপনার পদত্যাদের দাবি করছে সেখানে আপনি নিজে আপনার ব্যর্থতা দেখেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি যে অবস্থায় আইনশৃংখলা বাহিনীর দায়িত্ব নিয়েছিলাম সেই অবস্থা থেকে সক্রিয় হয়েছে নাকি হয়নি? এট আপনারা (সাংবাদিক) ভালো বলতে পারবেন। পুলিশ-আনসারের অবস্থা কি ছিল? ওই অবস্থা থেকে উন্নতি হয়েছে না হয়নি এটা আপনাদের উপর ছেড়ে দিলাম।
এ পর্যন্ত ডেভিল হান্টে যে সাড়ে ৮ হাজার গ্রেফতার করা হলো তারা কারা এবং সারাদেশেই যে অপ্রীতিকর ঘটনা ঘটছে তারা কেন ধরা পড়ছে না? ডেভিল হান্ট অপারেশন শুরুর পর অপরাধ বেড়েই চলেছে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা সন্ত্রাস কর্মকাণ্ড করছে ডেভিল হান্ট অপারেশনে তাদেরকে গ্রেফতার হচ্ছে, তবে যেই পরিমাণ গ্রেফতার করা উচিত সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন বাসে ডাকাতির ঘটনায় সাভার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার চলতে থাকবে।
মোটরসাইকেলে করে এসে ছিনতাইয়ের ঘটনা ঘটছে এ বিষয়ে প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোটরসাইকেলে হেলমেট ছাড়া যেন কেউ না চলে এবং দুজনের বেশি না চলে সেজন্য আমি অলরেডি ইন্সট্রাকশন দিয়েছি।
শুধু ছিনতাই নয় যে হারে নারীদের ধর্ষণ বেড়েছে, তাতে নারীরা উদ্বিগ্ন, নারীরা বলছেন- স্বরাষ্ট্র কিংবা আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মা-বোনদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন (সচেতন) এবং তাদের কোনোভাবে সমস্যায় পড়তে না হয় সে ব্যাপারে আমরা সজাগ আছি। আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ আছে।
শুধু ডেভিল হান্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন নাকি অন্য হান্ট অপারেশনে যাবে আইনশৃঙ্খলা বাহিনী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, চোর-সন্ত্রাসীদের বিরুদ্ধে সব সময় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
যথেষ্ট চেষ্টার পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না। সমস্যা কোথায়? আপনি নির্দেশ দেওয়ার পরেও অপরাধ কেন কমছে না জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল থেকে ডেফিনেন্টলি ইম্প্রুভমেন্ট।
ডিআই/এসকে