
মিরসরাইয়ের অন্যতম রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা রক্তিম পরিবারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন চৌধুরীহাটস্থ সংগঠনের কার্যালয়ে সদস্য ও উপদেষ্টাদের উপস্থিতি এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ইং সালের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কমিটির সভাপতি মনোনীত হন রাজিব দাশ এবং সাধারণ সম্পাদক মনোনীত হন মেহেদী হাসান। গঠিত কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি রফিকুল ইসলাম , রায়হান উদ্দিন , সহ-সাধারন সম্পাদক সেতু বণিক
বসর উল্লাহ্, সাংগঠনিক সম্পাদক আরাফাত সাকিল, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক সোহেল রানা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন নাহিদ, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈকত মজুমদার, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ হাসান।