
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের কার্যকারিতা ও গুরুত্ব সম্পর্কে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আটপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান গ্রাম আদালতের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। গ্রাম আদালত বিষয়ক বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান
সভায় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন , ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতা মোঃ ইয়াসিন মীর, হিসাব সহকারী কম্পিউটার অপারেটর এনামুল , ইউপি সংরক্ষিত মহিলা সদস্য পারভীন বেগম, জরিনা আক্তার, আছিয়া,পুরুষ ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়া, নান্নু, তপন হাওলাদার, রবিন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।