
টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রক ৫৬ নং ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়নাসহ চক্রের ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। এ সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৭৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেন।
অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গতকাল শনিবার (২২ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে রোববার (২৩ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ব্যাংকের মাঠের বিভিন্ন গোপন আস্তানায় সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেত্রী ময়না’কে গ্রেফতার করে র্যাব-১ ।
ময়না নিয়ন্ত্রিত একটি গোপন আস্তানায় অভিযান গ্রেফতারকৃত অন্য ৫ জন আসামি হলো-মো.সবুজ (৩৭),মো.সুজন (২৬),মো.শাহিন (৩০),মো. দেলোয়ার (৪৩) এবং মো. রাসেল (৪০)।
সালমান নূর আলম বলেন,র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই শীর্ষ সন্ত্রাসী,অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে আসছে। এছাড়াও ছিনতাই, চাঁদাবাজি,চুরি,অপহরণ ইত্যাদি সামাজিক অপরাধ দমন করে র্যাব সমাজে আস্থার প্রতীক হয়ে দাড়িয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের ক্রান্তিকালে অবৈধ অস্ত্রধারীদের দ্বারা সংঘটিত গণহত্যা,অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যকারিদের আইনের আওতায় এনে র্যাব দেশের সংস্কারে অগ্রগণ্য ভূমিকা রাখে। এছাড়াও ৫ আগস্ট এর পর পুলিশ এর সাময়িক অনুপস্থিতি র্যাব পূরণ করে।
তিনি বলেন,জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কতিপয় দুষ্কৃতিকারী প্রকাশ্যে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ব্যাংকের মাঠ এলাকায় মাদক ব্যাবসা চালিয়ে যুবসমাজকে চরম হুমকির দিকে ঠেলে দিচ্ছে। ব্যাংকের মাঠের এই মাদক সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ৫৬ নং ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ময়না কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে। ৫ই আগস্ট এর পরে বর্ণিত মাদক কারবারি আত্মগোপনে থেকে নতুন সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা চালাচ্ছিল বলে জানা যায়। পরে অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে র্যাব-১ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল রাত সাড়ে ৮টা হতে আজ ৮ টা পর্যন্ত ব্যাংকের মাঠের বিভিন্ন গোপন আস্তানায় সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেত্রী ময়না’কে গ্রেফতার করে। এছাড়াও তার নিয়ন্ত্রিত একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতারসহ ১৭৫১ বোতল ফেনসিডিল জব্দ হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
ডিআই/এসকে