
টাঙ্গাইল জেলার সদরে ১১৮৬ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশ। (২৩ ফেব্রুয়ারি ) রাত দের টায় ঢাকা-টাঙ্গাই মহাসড়কের যারীন্দা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর থানার দারিয়াপুর মদখ পাড়া এলাকার মো.সবুজ বিশ্বাস (৪৪) এবং রূপপুর এলাকার মো.আব্দুল জব্বার (৩৩)।
রবিবার দুপুরে হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন,ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যারীন্দা নামকস্থানে এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশ চেকপোষ্ট ডিউটি করাকালীন সিরাজগঞ্জগামী একটি সিলভার রংয়ের একটি প্রাইভেট যার রেজি নং- ঢাকা মেট্রো গ- ২১-৬১২৩ এর গতিবিধি সন্দেহজনক হলে থামানোর জন্য সংকেত দেয় পরবর্তীতে উক্ত গাড়িতে থাকা ব্যক্তিদ্বয় এর দেহ তল্লাশি করে ১১৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে