ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

অবৈধভাবে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান টুন্নু খা গ্রেফতার

অবৈধভাবে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান আসামি কামরুজ্জামান ওরফে টুন্নু খা (৪৫)’কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

গতকাল শনিবার (২২ফেব্রুয়ারি) রাজধানীর কলাবাগান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) র‍্যাব-৩ এর স্টাফ অফিসের (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম এ তথ্য জানান।

ফয়জুল ইসলাম বলেন,রাজধানীর কলাবাগান এলাকা হতে অবৈধভাবে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের প্রধান কামরুজ্জামান ওরফে টুন্নু খা’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে,ধৃত আসামি ইতালি রাষ্ট্রে পাঠানোর কথা বলে লিবিয়াতে মানুষ পাচার করে দেয়। আসামি সহজ সরল লোকদের ইতালি পাঠানোর লোভ দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে এবং টাকা হাতে পাওয়ার পর ভূক্তভোগীদের ইতালি রাষ্ট্রে না পাঠাইয়া দুবাই রাষ্ট্র দিয়া লিবিয়া রাষ্ট্রে দালালদের কাছে বিক্রি করে দেয়।

পরবর্তীতে লিবিয়া রাষ্ট্রের দালালদের কাছ থেকে উদ্ধারের কথা বলে মোটা অংকের টাকা আদায় করে।

তিনি বলেন,গত ২০২২ সালের ২জুলাই মানব পাচার চক্রটি মাদারীপুর জেলার সদর থানাধীন ত্রিভাগদী এলাকার মো.শাহজাহান হাওলাদার (ভিকটিম)’কে ইতালি পাঠানোর কথা বলে ১৩ লাখ টাকা আদায় করে। পরবর্তীতে গত ১৮ জুলাই ভিকটিমকে ইতালি পাঠানোর উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়ে গিয়ে দুবাই রাষ্ট্রের মাধ্যমে লিবিয়া রাষ্ট্রের দালালদের কাছে বিক্রি করে দেয়। পরবর্তীতে ভিকটিম এর পরিবার মানব পাচার চক্রের কাছে ভিকটিম এর বিষয়ে জানতে চাইলে চক্রটি জানায় ভিকটিম লিবিয়ায় দালালদের কাছে আটক হয়েছে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য ভিকটিমের পরিবারের নিকট হতে ২৫ লাখ ৫৯ হাজার ৭১৯ টাকা আদায় করে।

ভিকটিমকে উদ্ধারের জন্য বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার পরও ভিকটিমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারেনি মানব পাচার চক্রটি। এপ্রেক্ষিতে মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মামলার প্রেক্ষিতে রাজধানীর কলাবাগান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মানব পাচারকারী চক্রের একজনকে গ্রেফতার করে র‍্যাব-৩।

এসকল অপরাধী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র‍্যাব-৩ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ