ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩

জাতীয়তাবাদী দল বিএনপি সংস্কার ও ভোট দুটোই চায়ঃ শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন ও দেশকে গণতন্ত্রমুখী ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। শুধু সংস্কার নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। এজন্য যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সব সংকট কেটে যাবে। আমাদের আসল উদ্দেশ্য জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে পঞ্চগড় জেলা বিএনপির আয়োজিত জন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষনা এবং রাষ্ট্রে ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করেন।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য।
জিয়া তো এমনি এমনি রাষ্ট্রপতি হননি, খালেদা জিয়াও তো এমনি এমনি প্রধানমন্ত্রী হননি। তেমনি তারেক সাহেবের ১৭ বছরের চেষ্টা, উদ্যোগ ও সংগ্রাম চাট্টিখানি কথা না। সে তো প্রধানমন্ত্রী হবেই। ইলেকশনও হবে। এই বছরের মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
তিনি বলেন, আজকে এক মাসের ঘটনায় অনেকে মনে করছে কি ফেলে দিলেন, কি হয়ে গেলেন। ৮০০ শ’ ভাই, কারো স্বামী, কারো সন্তান এখনো ফিরে আসে নাই। বিএনপি নিয়ে কথা বলেন। দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকেন বিএনপির শহীদ জিয়াউর রহমান তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বেগম জিয়া ৬টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে গেছেন তবু আপোস করেননি।
প্রধান অতিথি বলেন, বিএনপি গত ১৭ বছর সংগ্রাম করেছে। হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে। বিএনপির অনেক নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, এতদিন কৈ ছিলা? ১৭ বছর নজরে আসে নাই। লাখ লাখ মামলা করেছে। কয়টা মামলা আছে তোমার? ৬০ লাখ মামলার আসামি বিএনপি। তারা ঘরে ঘুমাতে পারে নাই। বনে জংগলে জমির আইলে থেকেছে। এমনি এমনিই বাংলাদেশ মুক্ত হয়ে গেল? এতোই যদি শক্তি, এতোই যদি ক্ষমতা নির্বাচনে বিরোধিতা করেন কেন? পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন দিবে তারপর বুঝে দেখবেন নির্বাচন করবেন কি না।
অন্তর্বর্তী সরকারের সংস্কারের বিষয়ে বিএনপির ওই নেতা বলেন, এই সরকার শুধু সংস্কার সংস্কার করছে, আমরাও সংস্কারে বিশ্বাস করি। জনগণের সরকারও চায়। কিন্তু সংস্কার সংস্কার করে যেন আমাদের জনগণের সরকার থেকে, গণতান্ত্রিক সরকার থেকে, অধিকার থেকে বঞ্চিত না করেন, বা বঞ্চিত না হয়। বিএনপি উদার রাজনৈতিক দল হিসেবে এ দেশের মানুষের সাংবিধানিক, মানবাধিকার, ভোটের অধিকারগুলো গত স্বৈরাচারী সরকার যারা জনগণের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে এই অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য।
এ সময় শামসুজ্জামান দুদু বলেন, হাসিনা দেশে আসবে, তাকে বরণ করবো, বিচার হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। হাসিনা একটা দুইটা মানুষ মারে নাই? সে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে। এমন কোন ব্যাংক নাই যে, হাসিনার সেখানে তার টাকা নেই। তার বাড়ির কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক। এত্ বড় চোর এই পরিবার।
শামসুজ্জামান দুদু বলেন, অধিকার পুনরুদ্ধার করতে হলে প্রথম কাজ হচ্ছে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা। মানুষ যত সামাজিক হাতিয়ার আবিষ্কার করেছে তার মধ্যে একটাই বড় আবিষ্কার সেটা হলো, জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার।
ড. ইউনুসকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাই আপনি ভালো লোক, মর্যাদাশীল লোক। জ্ঞানী-গুনি মানুষ। দেশে বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়িয়েন না। বিএনপিকে রাস্তায় নামাইয়েন না। আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করেছি। ফুলের মালা দিয়েই আপনাকে বিদায় করতে চাই। এছাড়াও তিনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে ও পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ।এর আগে, জেলা, পাঁচ উপজেলা, তিন পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জনসভায় আসেন।

শেয়ার করুনঃ