
জীবন্ত পুতুল নাচ হয়েছে পটুয়াখালীর ৫ নং কমলাপুর ইউপির ধরান্দী বাজার সংলগ্ন ক্যাডেট একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। জানা গেছে, শুক্রবার রাতে এ একাডেমীর ৭ শিশু শিক্ষার্থী জীবন্ত পুতুল নাচ করে শত শত দর্শকদেরকে মুগ্ধ করে। উক্ত জীবন্ত পুতুল নাচে অংশগ্রহনকারী শিশু শিক্ষার্থীরা হচ্ছে ১ম শ্রেনীর ইসরাত, ৩য় শ্রেনীর তানহা ও জামিলা, ৪র্থ শ্রেনীর রাফিয়া এবং আলাপি, ৫ম শ্রেনীর জান্নাতুল ও তাহিরা।
প্রসঙ্গত:বৃহষ্পতিবার সকালে ধরান্দী ক্যাডেট এ্যাকাডেমী ও ধরান্দী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ এ.কে আব্দুল ওহাব খান’র সভাপতিত্বে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, আলহাজ্ব আঃ ছালাম মৃধা, চেয়ারম্যান ৫ নং কমলাপুর ইউনিয়ন পরিষদ। এসময় এ একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ মোয়াজ্জেম হোসেন খান লিটন’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধরান্দী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমীন, পুলিশ পরিদর্শক (এসবি ঢাকা) মো. মনিরুল ইসলাম, জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন।
।