
নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এমদাদিয়া আজিজুল উলুম মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ সকাল) ১০ টার সময় মাদ্রাসার মাঠে প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মওলানা নজির আহমদের বড় ছেলে আলহাজ্ব মাওলানা মাহামুদুল হাসনের সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলার খুটাখালী মাহাদ নুরুল আবরার এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রফিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মাহবুবুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন,মরহুম অলিয়ে কামেল শাহ মাওলানা নজির আহমেদ (রহ:) এর স্মৃতি বিজড়িত দূর্গম জনপদে বাংলা শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের আলো ছড়িয়েছে পুরো এলাকায়। মরহুম মাওলানা নজির আহমদের সপ্নগুলোকে আজ বাস্তবে রুপান্তর করতে পেরে বক্তারা মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন।
এসময় তারা বলেন, এলাকা বাসীর সহযোগিতা করলে এই প্রতিষ্ঠান আরো অনেক দূর এগিয়ে যাবেন। তাই সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা নজির আহমদ এর জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।
মাদ্রাসর শিক্ষক মাওলানা সৈয়দ মুহাম্মদ বেলাল উদ্দিন সিরাজীর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু অনুষ্ঠানে
অনন্যদের মধে বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা আমিনুল হক, মোঃ বেলাল উদ্দিন চৌধুরী, মাওলানা ইদ্রিস ফারুকী, মোজাফ্ফর আহমদ, আবদুস সামাদ সওদাগর, আবু হান্নান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য অভিভাবক, অভিভাবিকা ও গনমাধ্যর্মী, ছাত্র-ছাত্রী সহ অনেকে। সমাবেশে শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, অত্র মাদ্রাসার সদরে মুহতামিম আলহাজ্ব মাওলানা হাফেজ আজিজুল হক।