ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

সবুজবাগে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি,গ্রেফতার ৩

রাজধানীর সবুজবাগের মায়াকাননে এক বাসার দরজার তালা ভেঙে চুরির ঘটনায় স্বর্ণাংলকার উদ্ধারসহ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন-মো.আনোয়ার (৩২), মো. ফরিদ হাওলাদার (৩৩) ও মো.মিলন (৩৭)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন,সবুজবাগের মায়াকাননের ২৯/ডি নম্বর সড়কের একটি বাসার ভাড়াটিয়া দম্পতি গত ৩০ ডিসেম্বর সকালে অফিসে চলে যান। বিকেলে স্ত্রী বাসায় এসে দেখেন মূল দরজার তালা ভাঙা। তিনি দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান ঘরের কাপড়-চোপড় ও মালামাল এলোমেলো ও আলমারিতে রাখা চার জোড়া স্বর্ণের কানের দুল,চারটি স্বর্ণের গলার হার, দুটি স্বর্ণের আংটি, একটি ব্রেসলেট,যার মোট ওজন আনুমানিক সাত ভরি ও একটি রূপার হার,এক জোড়া নূপুর, একটি মোবাইল ফোন এবং নগদ ৮০ হাজার টাকা নেই।

এ ঘটনায় গত ৭ জানুয়ারি স্বামী খায়রুল কবির সুমনের অভিযোগের প্রেক্ষিতে সবুজবাগ থানায় একটি চুরির মামলা রুজু হয়।

তদন্তাধীন এ মামলার ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে বিশেষ অভিযান পরিচালনা করে মো.আনোয়ার হোসেন ও মো. ফরিদ হাওলাদারকে মুগদার দক্ষিণ মান্ডা লেটকা ফকিরের গলির একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে তালা ভাঙায় ব্যবহৃত একটি রেঞ্জ,একটি খুর ও একটি কেঁচি উদ্ধার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান,গ্রেফতার আনোয়ার ও ফরিদের দেওয়া তথ্যমতে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে নন্দিপাড়া গার্মেন্টস গলির মা জুয়েলার্স থেকে মো. মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় মিলনের কাছ থেকে ক্রয়কৃত চোরাই স্বর্ণালংকার থেকে ১.১০ ভরি গলিত স্বর্ণ ও বানানো স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে ও চুরি হওয়া স্বর্ণালংকারসহ বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ