ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

চোর-ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার,সিএনজি উদ্ধার

ঢাকার মেরাদিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পৃথক দুই অভিযানে চোর-ছিনতাইকারী চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। এসময় চুরি যাওয়া নগদ অর্থ ও একটি সিএনজিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,মুন্না ভুইয়া (২২) ও মাসুম ভুইয়া (৩৪), আলাল (৩০),মিঠু সাহা (২০) ও বাছির মিয়া (৩৮)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দাউদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গতকাল সকালে মেরাদিয়া মধ্যপাড়া এলাকায় রিকশাচালক তানজিরার হোসেনের (৩৭) রিকশা থামিয়ে অস্ত্র চা-পাতি দিয়ে আঘাত করে তার নিকট থাকা টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই রিকশাচালক আইন শৃংখলা বিঘ্নকারী অপরাধে (দ্রুত বিচার) মামলা দায়ের করেন। এ মামলায় ঘটনার দিনই মামলার আসামি মুন্না ভুইয়া (২২) ও মাসুম ভুইয়াকে (৩৪) আটক করা হয়।

এছাড়া গত ১৬ ফেব্রুয়ারি বিকালে খিলগাঁও থানাধীন মরহুম সালিম উদ্দিন সাহেবের এ্যাপার্টমেন্টের গ্যারেজ
থেকে মোহাম্মদ মাসুদ চৌধুরীর (৫৯) মালিকানাধীন একটি সিএনজি ভাড়া নেন মো. সজল নামের এক ব্যক্তি।

কিন্তু পরের দিন সজল রাব্বি মিয়াকে বদলী হিসাবে উক্ত সিএনজিটি চালাতে দেয়। পরবর্তীতে সজল, রাব্বি ও অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে পরিকল্পনামাফিক সু-কৌশলে সিএনজি গাড়ীটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ মাসুদ চৌধুরীর দায়ের করা মামলার প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়ীয়া জেলাধীন বাঞ্ছারামপুর থানা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর থানাধীন বোধাইয়েরকান্দি সাকিন এলাকা থেকে আলাল(৩০), মিঠু সাহা(২০) গ্রেফতার করা হয়। এবং কুমিল্লা বাঙ্গরা বাজার থানা পুলিশের সহায়তায় বাছির মিয়াকে(৩৮) গ্রেফতার করা গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চুরিকিত সিএনজিটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ