
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৬টায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ বুরুয়াকোণা বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের পাতলাবন নামক এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত মেইন পিলার ১১৮৩/১০-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
অভিযান চলাকালে কোনো চোরাকারবারি বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা সম্ভব না হলেও মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান পিবিজিএম বলেন, “সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।