
বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার পৌর কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার(২১ ফেব্রুয়ারী, ২৫) বাদ মাগরিব ইদিলপুর রোডে বায়তুল করিম জামে মসজিদের সামনে এই পৌর কার্যালয়টি উদ্বোধন করা হয়।
জানা যায়,জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু যে বাসাটিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন,সেই বাসাটি পৌর কার্যালয় হিসেবে ব্যবহার করার সিদ্ধান্তঃ গ্রহণ করা হয় বেশ কিছুদিন আগে। সেই সিদ্ধান্তের আলোকেই এই কার্যালয়টি উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর জামায়াত আমীর মাওলানা ইয়াহিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গাইবান্ধা জেলা শাখার সহকারি সেক্রেটারি আব্দুর রাজ্জাক বিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন গাছু। এই সময় পৌর জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি সাবেক সেনা সদস্য আইনুল হক সরকার।