
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার সহকারি শিক্ষক(অবঃ)
মোঃ সৈয়দজ্জামান সরকার (সৈয়দজ্জামান মাষ্টার) গত ২২ ফেব্রুয়ারী শনিবার রাতে নিজ বসতবাড়ীতে হঠাৎ শ্বাসকষ্টসহ হার্ড সমস্যায় আক্রান্ত হয়। তাৎক্ষণিক পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বাস্থ্যের অবস্থা ভাল রয়েছে। তব দায়িত্বশীল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হবে বলে জানিয়েছেন।
সুস্থ্যতা ও দীর্ঘআয়ু কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলের নিকট দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
উল্লেখ্য,সৈয়দজ্জামান সরকার পৌর শহরের জামালপুর গ্রামের বাসিন্দা। তিনি গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব রবিউল ইসলাম লিয়াকতের বাবা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুলের চাচা।